ঢাকা: বঙ্গবন্ধু কাপের শিরোপা থেকে খানিকটা দূরে বাংলাদেশ দল। ডাচ ফুটবলের ছন্দে পুরো দেশকে মাতিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ক্রুইফের শিষ্যরা।
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জানালেন, ফাইনাল নিয়ে বাংলাদেশ দলের লক্ষ্য ও পদক্ষেপ সমূহ।
'গতকাল আমরা দারুন একটি ম্যাচ শেষ করেছি থাইল্যাডের বিপক্ষে। দেশের মাটিতে টুর্নামেন্ট আর ফাইনালে যদি স্বাগতিক দল না খেলে তাহলে বিষয়টি পূর্নতা পায় না। আগামীকালের ফাইনালের জন্য আমরা প্রস্তুত। আমরা মাত্র একদিন সময় পেয়েছি, এর মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে। দলের সবাই মানসিক ভাবে ঠিক আছে’ জানালেন অধিনায়ক মামুনুল ইসলাম।
তিনি আরো বলেন, 'আমরা বাফুফে প্রেসিডেন্টকে কথা দিয়েছিলাম সেমিতে উঠব। আমরা কথা রেখেছি। দেশের মানুষকে আমরা কথা দিয়েছিলাম ফাইনালে খেলব। ঐ কথাও রেখেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকল শহীদদের (মুক্তিযোদ্ধা) জন্য এ দেশ স্বাধীন হয়েছে, আমরা একটি দেশ পেয়েছি, সে সকল শহীদদের জন্য আমাদের আগামী ম্যাচটি (ফাইনাল) খেলবো। এখন যতটা সম্ভব তৈরি হচ্ছি। '
ফাইনালের জন্য প্রস্তুত হতে মাত্র এক দিন সময় পেয়েছেন, পরপর গত তিনটি ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ন ছিল। সব কিছুর বিচারে এক দিন সময়টা কি কম হয়ে গেল না? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এক দিন অবশ্যই যথেষ্ট না। ২৪ ঘন্টা অবশ্যই কম সময়। এখন একটাই চেষ্টা কত কম সময়ে বিষয়টি রিকভারী করা যায়। তবে এটি এক ধরণের শারীরিক চাপ। তবে আমরা মানসিক ভাবে তৈরি। সবাই আমাদের সাপোর্ট করবে। তাই অবশ্যই আমরা ভালো খেলবো। '
প্রথম মাচে এই মালয়েশিয়ার যুবাদের কাছে হেরেই বঙ্গবন্ধু গোল্ডকাপের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। এ ম্যাচে তাদের পরাজিত করে প্রতিশোধ নেয়া হবে কিনা? 'আমরা প্রতিশোধ বলব না। আমাদের এই ফাইনাল ম্যাচ ১৭ কোটি মানুষ মনে রাখবে। তাই ১৫ বছর পর এতো বড় আসর। এটি হবে ইতিহাস। কালকে যে ম্যাচ খেলেছি থাইল্যান্ডের বিপক্ষে ঠিক সেই ভাবেই খেলতে চাই' বলেন মামুনুল ইসলাম।
বাংলাদেশ প্রথম শিরোপার স্বাদ পায় মায়ানমারে ১৯৯৫ সালে। অধিনায়ক মোমেন মুন্নার নেতৃত্বে চার জাতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেবারও কোচ ছিলেন একজন বিদেশী। আর এবার মামুনুলের নেতৃত্বে ৫ম শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ। কি মনে হয় বাংলাদেশ কি শিরোপর জিতবে?
এ প্রশ্নের জবাবে মামুনুল ইসলাম বলেন, 'অধিনায়ক হিসেবে নয়। দলের একজন খেলোয়াড় হিসেবে বলতে চাই, ট্রফিটা সবার দরকার। দলের সবার একটাই ইচ্ছা ভালো খেলা ও শিরোপা জেতা। আমরা অবশ্যই ভালো খেলবো। '
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫