ঢাকা: বুন্দেসলিগায় নিজেদের আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ আর বরুশিয়া ডর্টমুন্ড। স্টুটগার্টকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন আর ফ্রেইবার্গকে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া।
প্রত্যাশিত জয় তুলে নিতে বায়ার্নের কোচ পেপ গার্দিওলা শুরুর একাদশে মাঠে নামান ম্যানুয়েল ন্যুয়ের, দান্তে, আলাবা, অলোনসো, শোয়াইন্সটাইগার, রোবেন, লেভানোডস্কি আর মারিও গোতজের মতো তারকাদের। কোচকে নিরাশ করেননি বায়ার্ন তারকারা।
ম্যাচের ৪১ মিনিটে দলকে গোল উপহার দেন ডাচ তারকা আরিয়েন রোবেন। মিচেল উইশেরের অ্যাসিস্টে গোলটি করেন রোবেন। আর ডাচ তারকার একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতে যায় অতিথি হিসেবে খেলতে নামা বায়ার্ন।
বিরতির পরে স্টুটগার্টের ঘরের মাঠ মার্সিডিজ বেঞ্জ-এরিনাতে প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে স্বাগতিকদের ম্যাচে ফেরার সুযোগ কমিয়ে দেন ডেভিড আলাবা। ৫১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন তিনি। ফলে, ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে বাকি সময়ে আর কোনো গোল না পাওয়া বায়ার্ন।
দিনের অপর ম্যাচে ফ্রেইবার্গের ঘরের মাঠে আতিথ্য নেওয়া বরুশিয়া সহজ জয় তুলে নিয়েছে। দলের হয়ে গোল করেন মার্কো রিউস আর অবামেয়াং। ম্যাচের ৯ মিনিটের মাথায় রিউস গোল করে লিড পাইয়ে দেন। আর ৫৬ ও ৭২ মিনিটে আরো দুটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন অবামেয়াং।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫