ঢাকা: ইতালিয়ান লিগ সিরিআতে মাঠে নেমেছিল বড় দুই জায়ান্ট জুভেন্টাস ও এসি মিলান। তবে ঘরের মাঠ জুভেন্টাস স্টেডিয়ামে মিলানকে ৩-১ গোলে হারিয়ে লিগে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করলো জুভিরা।
এদিন প্রথম থেকেই মাঠে আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। আর খেলার ১৪ মিনিটেই দলের সেরা তারকা কার্লোস তেভেজের গোলে লিড নেয় দলটি।
এদিকে খেলার ২৮ মিনিটে লুকা অ্যান্তোনিওর গোলে সমতায় ফিরে মিলান। তবে এর তিন মিনিট পরেই দলের হয়ে লিড নেন লিওনার্দো বনুচ্চি। পরে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভিরা।
বিরতি থেকে ফিরে আবারো গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। আর সেই সুবাদে খেলার ৬৫ মিনিটে আলভারো মোরাতার গোল করলে লিড আরো বাড়ায় দলটি।
খেলার বাকি সময় আর কো্ন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫