ঢাকা: দেশের চলমান রাজনৈতিক অবস্থা উত্তাল। কিন্তু তারপরও থেমে নেই ফুটবলের দর্শকরা।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে লাল-সবুজের জার্সিধারীরা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আজকের ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না দেশের দামাল টাইগাররা।
সংশয় থাকলেও বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচগুলো সময়মতো ও সুষ্ঠভাবেই চলেছে। আসরের শেষ ম্যাচও সুষ্ঠভাবেই সম্পন্ন করতে চায় আয়োজকরা। আর তাই পুরো স্টেডিয়াম ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আরও থাকবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, জেলা ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মনজুর কাদেরসহ আরও অনেকে। অতিথি, খেলোয়াড়, স্টেডিয়াম এবং আশেপাশের নিরাপত্তার জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা।
আন্তর্জাতিক এই ফুটবল টুর্নামেন্টের জন্য পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে যথোপযুক্ত নিরাপত্তা দেয়া হবে। শুধু তাদেরই নয়, প্রতিটি দলকেই দেয়া হবে ফিফা ও এএফসির বিধান মোতাবেক নিরাপত্তা। সাদা পোষাকেও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফাইনালের আগে যেসব দর্শকের কাছে টিকিট থাকবে না, তাদেরকে স্টেডিয়াম পাড়াতেই ঢুকতে দেয়া হচ্ছে না। এমনকি টিকিটসহ ঢোকার আগেই স্টেডিয়ামের বাইরের রাস্তার সব পয়েন্টে প্রথম স্তরের নিরাপত্তা পার হতে হচ্ছে। তাছাড়া স্টেডিয়ামে ঢোকার মুখে তাদেরকে আরেকবার তল্লাশী করা হবে। ম্যাচ চলাকালীন সময়েও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে।
ইতোমধ্যেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট দিয়ে সর্বসাধারণের গাড়ি প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ভিভিআইপিদের গাড়ি ঢুকতে পারবে। ২ ও ৩ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন ভিআইপি টিকেটধারীরা। ৫, ৬, ৮, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন টিকিটধারী সাধারণ দর্শকরা। সাংবাদিকরা ১৫ ও কার্ডধারীরা ১৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। সংসদ সদস্য এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা ২১ নম্বর (রেড বক্স এবং হসপিটালিটি বক্স) গেট দিয়ে ঢুকতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫