ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

জাবি বাস্কেটবল প্রতিযোগিতা

উদ্বোধনী খেলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ জয়ী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, ফেব্রুয়ারি ৮, ২০১৫
উদ্বোধনী খেলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ জয়ী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জিমনেশিয়ামে রোববার থেকে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় পরিবেশ বিজ্ঞান বিভাগ ৬-৪ পয়েন্টে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে।



রোববার (০৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রোভিসি অধ্যাপক ড. আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

এসময় প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. সোহেল রানা, শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্লাহ, জনসংযোগ অফিসের উপ পরিচালক আবদুস সালাম মিঞা ও উভয় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।