ঢাকা: আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছেন, চেলসির কোচ হোসে মরিনহোর সঙ্গে বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসির কাজ করতে কোনো সমস্যা হবে না। তার মতে, মেসি আর মরিনহো একসাথে কাজ করলে তারা দু’জনই খুশি থাকবেন।
২৭ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক মেসির বার্সা ছাড়ার গুঞ্জন উঠেছিল। বিশ্বের অনেক বড় বড় ক্লাবের সঙ্গে পাল্লা দিয়ে মেসিকে নিজেদের দলে ভেড়াতে চেয়েছিল চেলসি। তবে, পরে মেসি নিজেই জানান, বার্সা ছাড়ার আপাতত কোনো ইচ্ছে নেই তার।
ডি মারিয়া তার স্বদেশী মেসি আর চেলসির কোচ মরিনহোর প্রসঙ্গে ফিফার ওয়েবসাইটে লিখেন, মরিনহোর সাথে মেসির কাজ করতে কোনো সমস্যা হবে না। তবে, আমি নিশ্চিত মেসি বার্সা ছেড়ে অন্য কোনো ক্লাবে যাবেনা।
এর কারণ উল্লেখ করে ডি মারিয়া আরও বলেন, কোনো ক্লাব আপনাকে যখন সকল সুযোগ-সুবিধা দেবে, তখন ক্লাবের প্রতি আপনার দায়বদ্ধতা থেকে যাবে। সেখানেই আপনি খুশি থাকবেন। মেসিও বার্সার প্রতি দায়বদ্ধতা থেকে অন্য কোনো ক্লাবে যাওয়ার চিন্তা করতে পারেনি।
উল্লেখ্য, কিছুদিন আগে বার্সা কোচ লুইস এনরিকের সঙ্গে মেসির দ্বন্দ্ব নিয়ে বিশ্বফুটবলে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এর পরেই গুঞ্জন উঠেছিল তাদের মধ্যে যেকোনো একজন ক্লাব ছাড়ছেন। তবে, বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানান, মেসি অথবা এনরিক দু’জনের কেউই বার্সা ছাড়ছেন না।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৫