গবি: পর্দা উঠলো সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি প্রিমিয়ার লিগের (পিপিএল) ৪র্থ আসরের।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধন হয় এ লিগের।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন দুপুর ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন উড়িয়ে পিপিএল-এর উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপ-রেজিস্ট্রার মীর মুর্তজা আলী, ফার্মেসি বিভাগের শিক্ষকসহ কয়েক শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
খেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাঠে উৎসব মুখর পরিবেশ দেখা যায়। উদ্বোধনী ম্যাচে ফার্মেসির ২৭তম ব্যাচ বনাম ২৪তম ব্যাচ মুখোমুখি হয়। খেলায় ২৪ তম ব্যাচ ৪ উইকেটে জয়ী হয়। ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন নায়েফ রহমান হৃদয়।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী রবিউল আলম ও আইয়া শাহিন। এবার পিপিএলে ৮টি দল অংশ নিচ্ছে। খেলা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে চলবে। আয়োজক ২৩তম ব্যাচ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ আমি স্বাগত জানাই। পড়াশুনার পাশাপাশি ছাত্রদের খেলাধুলা চর্চাও প্রয়োজন। যা তাদের জ্ঞান-ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫