ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

অনুকরণীয় বার্সার মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, ফেব্রুয়ারি ১০, ২০১৫
অনুকরণীয় বার্সার মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন তারকা ফুটবলার জাভিয়ের মাসচেরানো, যিনি বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্য অন্যতম একজন। আর তিনিই জানিয়েছেন, বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে তাদের অনুকরণ করা উচিৎ।



গত মৌসুমে মেসিকে টপকে বার্সেলোনার সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘মেমোরিয়াল আলডো রোবিরা’ জিতেছেন মাসচেরানো।

মাসচেরানো জানিয়েছেন, বার্সাকে ইতিহাসের অন্যতম সেরা দলে পরিণত করার কৃতিত্ব মেসির। যখন সে জ্বলে উঠে তখন দলের চেহারাই পাল্টে যায়। মাঠে আরও মজবুত হতে পারি আমরা। সে আমাদের দলকে অনেক কিছু দিয়ে সাহায্য করে।

তিনি আরও যোগ করেন, আমরা এ মৌসুমটি বেশ ভালোই শুরু করেছি। মেসি আমাদের দলকে অসাধারণ ভাবে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের তাকে অনুকরণ করা উচিৎ। সামনে থেকে নেতৃত্ব দিতে মেসির বিকল্প নেই।

সর্বশেষ লা লিগার ম্যাচে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে পুরো মাঠ জুড়েই ছিল মেসির পদচারণা। সে ম্যাচে নিজে গোল করেছেন, গোল করিয়েছেন নেইমার আর সুয়ারেজকে দিয়েও।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।