ঢাকা: আফ্রিকা ন্যাশন কাপ জয়ের পর বীরের বেশে দেশে ফিরলো আইভরি কোস্ট ফুটবল দল। পরে দেশটির বানিজ্যিক রাজধানী আবিদজানে হাজারো সমর্থক দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় তাদের প্রিয় দলকে।
এর আগে রোববার ইকুয়াটোরিয়াল গিনিতে আফ্রিকা কাপের ফাইনালে ঘানার বিপক্ষে ট্রাইব্রেকারে জয় পায় ইয়া ইয়া তোরেরা।
পশ্চিম আফ্রিকার দলটি ১৯৯৩ সালের পর দ্বিতীয় বারের মত এ শিরোপা জিতলো। প্রতিবেশী দল ঘানার বিপক্ষে ট্রাইব্রেকারে পিছিয়ে থেকেও শেষে ৯-৮ গোলে জয় নিশ্চিত করে আইভরি কোস্ট। এর আগে খেলার নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোল শুন্য ড্র ছিল।
এদিকে আফ্রিকান এলিফেন্ট খ্যাত এ দেশটির সমর্থকরা তাদের দেশকে গত এক দশকে দু’বার ফাইনালে হারতে দেখেছে। তবে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও দু’বার গৃহ যুদ্ধের পরও এমন খুশির সংবাদ সমর্থকদের দারুণ আনন্দ দেয়।
দলের এ আনন্দ উৎসবে যোগ দেন স্বয়ং দেশটির প্রেসিডেন্ট। আর গত সোমবার দেশের এমন জয়ের পর ছুটি ঘোষণা করা হয় আইভরি কোস্টে। প্রেসিডেন্ট নিজে সরকারি টেলিভিশন ও রেডিওতে এ ছুটির ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫