ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনে সহযোগিতায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস-প্রাইম ডিসট্রিবিউশনস গ্রুপ গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার ৬ষ্ঠ রাউন্ডের খেলা শেষে ভারতের আন্তর্জাতিক মাস্টার সোমক পালিত ও উজবেকিস্তানের গ্র্যান্ড মাস্টার ভাহিদভ তায়ির চার পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আবুদল্লাহ আল-রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামস্থ এম, এ, আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় সোমক শাকিলকে ও মিনহাজ নিজ দলের ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে পরাজিত করেন। তায়ির নিয়াজের সাথে ড্র করেন এবং রাকিব ভারতের আন্তর্জাতিক মাস্টার অক্ষত খামপারিয়ার কাছে হেরে যান। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম পোল্যান্ডের মহিলা গ্র্যান্ড মাস্টার তমা ক্যাটরিনাকে পরাজিত করেন।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি ২০১৫