ঢাকা: অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে গোলের খাতা খুললেন মারিও বালোতেল্লি। বিতর্কিত এই স্ট্রাইকারের গোলেই টটেনহামের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে অল রেডসরা।
অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের সঙ্গে টটেনোমের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বল দখলের লড়াইয়ে দুদলই ছিল সমানে সমান। ১৫ মিনিটের মাথায় ড্যানিয়েল স্টারিজের অ্যাসিস্ট থেকে লিভারপুলকে লিড এনে দেন ল্যাজার মর্কোভিক। এগার মিনিট পরেই আর্জেন্টাইন স্ট্রাইকার এরিক লামেলার অ্যাসিস্টে টটেনহামকে সমতায় ফেরান হ্যারি কেন।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ডি-বক্সের মধ্যে স্টারিজকে ট্যাকল করায় পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে স্টিভেন জেরার্ডের গোলে আবারো লিড নেয় ব্রেন্ডন রজার্সের শিষ্যরা। তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। নয় মিনিট পরেই প্রথম গোলদাতার অ্যাসিস্ট থেকে মউসা ডেম্বেলের গোলে ২-২ এ সমতায় ফেরে স্পারসরা।
নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে স্পট লাইটে আসেন বালোতেল্লি। ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লাল্লানার অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের আবারো লিড এনে দেন বালোতেল্লি। শেষ পর্যন্ত ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে আঠারোবারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১০২২ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫