ঢাকা: কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ভিয়ারিয়ালের মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচটি। সেমিফাইনালের আরেক ম্যাচের প্রথম লেগে অ্যাতলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে এস্পানিওল। এস্তাদিও স্যান ম্যামেসে ম্যাচটি রাত তিনটায় অনুষ্ঠিত হবে।
সব ধরণের প্রতিযোগিতায় গত ৯ ম্যাচে অপরাজিত রয়েছে লুইস এনরিকের বার্সেলোনা। তাই বলা যায় বেশ ফুরফুরে মেজাজেই মাঠে নামবে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমাররা। তার উপর নিজেদের মাঠে বাড়তি সুবিধা পাবে বার্সার ফুটবলাররা।
বার্সার এ তিন তারকা গোলের মধ্যেই রয়েছে। সর্বশেষ লা লিগার ম্যাচে গোল পেয়েছেন তিন তারকাই। অ্যাতলেতিক বিলবাওকে ৫-২ গোলে হারায় মেসি-নেইমার-সুয়ারেজরা।
এছাড়া, এ মাসের শুরুর দিন ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। সে ম্যাচে ক্যাম্প ন্যু’তে ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে নেইমার, মেসি আর রাফিনহা গোল তিনটি করেন। দুইবার পিছিয়ে পড়েও মেসির গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দুই লেগে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শেষ চারে উঠে বার্সা।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৫
খেলা
সেমিতে মাঠে নামছে মেসি, নেইমাররা
স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।