ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

মাইক্রোসফট-রিয়াল যুগলবন্দি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ফেব্রুয়ারি ১১, ২০১৫
মাইক্রোসফট-রিয়াল যুগলবন্দি সংগৃহীত

ঢাকা: গোটা বিশ্বজুড়েই রিয়াল মাদ্রিদের অসংখ্য ভক্ত-সমর্থক রয়েছেন। সংখ্যাটা প্রায় ১২৫ মিলিয়ন।

সমর্থকদের কথা মাথায় রেখে এবার মাইক্রোসফটের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে রিয়াল। এখন থেকে সবাই তাদের প্রিয় ক্লাব সম্পর্কে আগের তুলনায় আরো বেশি পরিমাণ তথ্য জানতে পারবেন।

এই চুক্তির ফলে রিয়াল সমর্থকরা তাদের মোবাইল ডিভাইসসহ যেকোনো ডিভাইসের মাধ্যমে মাইক্রোসফট সফটওয়্যারের আওতায় রিয়াল ফুটবলারদের সম্পর্কে নানামুখী তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন। তথ্যের পাশাপাশি বিভিন্ন ফুটবলারদের ছবিও দেখতে পারবেন।

মাইক্রোসফটের প্রধান অপারেটিং অফিসার সেবাস্তিয়ান ল্যাঞ্চেসট্রিমিয়ার বলেন, ‘বিশ্বজুড়ে রিয়ালের প্রায় ১২৫ মিলিয়ন সমর্থকদের সবাই এই প্রযুক্তিগত সুবিধার আওতায় আসবেন। বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে প্রতিটি গোলের মুহুর্ত দেখার সুযোগ পাবেন। এছাড়াও সমর্থকরা সরাসরি ক্লাবের যেকোনো প্রডাক্ট বা পণ্য কিনতে পারবেন। ’

তিনি আরো বলেন, ‘এই প্রযুক্তির আওতায় ব্রিটেনের নাগরিকরা গ্যারেথ বেল ও কলম্বিয়ার নাগরিকরা জেমস রদ্রিগেজের প্রতিদিনকার খোঁজ-খবর নিতে পারবেন। এতে করে সমর্থকরা সব সময় রিয়ালের সঙ্গে বেশ কাছাকাছি অবস্থানে যুক্ত হতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।