ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

২০১৭ সালে হবে নারী ক্লাব বিশ্বকাপ ফুটবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, ফেব্রুয়ারি ১১, ২০১৫
২০১৭ সালে হবে নারী ক্লাব বিশ্বকাপ ফুটবল

ঢাকা: ২০১৭ সালে নারী ক্লাব বিশ্বকাপ ফুটবল আয়োজনের ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী ১৯-২০ মার্চে ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে জানায় ফিফা।



ফিফা তাদের এক বিবৃতিতে জানায়, নারী ফুটবলারদের নিয়ে এলিট প্রতিযোগিতার আয়োজন হলে তা ফুটবলের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে।

ফিফা আরও জানায়, গত বিশ্বকাপের থেকে প্রাপ্ত লভ্যাংশ ২০১৮ সাল পর্যন্ত নারী ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক ফুটবল এসোসিয়েশন সদর দফতরে এ সকল এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ফুটবলে নারীদের উন্নয়ন, ক্লাবের উন্নয়ন, পেশাদারী লিগ, নারী ফুটবলারদের চিকিৎসা সমস্যা এবং মহিলা কোচ বৃদ্ধি করার কৌশল নিয়েও সেখানে আলোচনা করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ ক্লাব বিশ্বকাপের পুরুষ বিভাগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজেদের করে নেয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।