ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

ইতিহাস গড়বে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ইতিহাস গড়বে পাকিস্তান

ঢাকা: ১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আসরে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-ভারত। এ অবধি বিশ্বকাপে তাদের দেখা হয়েছে পাঁচবার।

অথচ বিশ্বকাপে ভারতকে একবারও হারাতে ‍পারেনি পাকিস্তান।

ভারতকে হারাতে না পারার আক্ষেপ এবার ঘুঁচবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান মঈন খান।

এনডিটিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে মঈন বলেন,  ‘পাকিস্তানের তরুণ এই দলটির ভারতকে হারানোর সামর্থ্য রয়েছে। তারা এবার রেকর্ড ভাঙবে। অ্যাডিলেডেই তারা নতুন ইতিহাস রচনা করবে। ’

মঈন আরো বলেন, ‘আমি পাকিস্তান দলকে ইতোমধ্যে বিভিন্ন ধারণা দিয়ে এসেছি। প্রতিটি খেলোয়াড়কে মনে রাখতে হবে অস্ট্রেলিয়াতে খুব কঠিন ক্রিকেট খেলতে হয়। শুধু শারিরীকভাবে নয়, মানসিকভাবে প্রস্তুত থাকার বিষয়ও রয়েছে এখানে। আমি বিশ্বাস করি সব ধরণের চাপকে নিয়ন্ত্রন করে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতে নেবে পাকিস্তান। ’

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামি ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

উল্লেখ্য, আগামিকাল শনিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে একাদশতম  ক্রিকেট বিশ্বকাপের।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।