ঢাকা: এ মৌসুমে অসাধারণ খেলে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর তার হাত ধরে উড়ে চলেছে কাতালান ক্লাব বার্সেলোনা।
ফ্রান্সের তারকা এ ফুটবলার আর্জেন্টাইন অধিনায়ক প্রসঙ্গে বলেন, মেসি কোনো মেশিন নয়, সে বিস্ময়কর একজন ফুটবলার। সে তার খেলায় শতভাগ দেওয়ার চেষ্টা করে। এ মৌসুমে মেসি যেভাবে খেলে চলেছেন, তাতে মনে হচ্ছে ফুটবলার হিসেবে সে অন্য স্তরে চলে যাবে।
আবিদাল আরও যোগ করেন, বড় মানের ফুটবলাররা সবসময়ই বড় মাপের ফুটবলার হয়। কিন্তু তারা মেশিন হয় না। লিও তেমনি একজন ফুটবলার। সে যখন সেরা ফর্মে থাকে তখন বার্সা এগিয়ে যায় দ্রুতগতিতে।
এ মৌসুমে মেসি ২২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন। সর্বশেষ কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে মেসি একটি গোল করেন। এছাড়া সর্বশেষ লা লিগার ম্যাচে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষেও গোল করেন ফুটবলের আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি ২০১৫