ঢাকা: রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের কোচের দায়িত্বে আছেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদান। তবে, কখনো যে কোচের দায়িত্ব নিবেন তা নাকি তিনি ভাবেন নি।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির সহকারী ছিলেন জিদান। মৌসুম শেষেই সহকারী কোচের দায়িত্ব ছেড়ে রিয়াল মাদ্রিদ কাস্তিল্লার (‘বি’ দল) দায়িত্ব নেন। এটি রিয়ালের রিজার্ভ টিম হিসেবেই পরিচিত। মরিনহো কোচ থাকাকালীন সময়ে রিয়ালের ক্রীড়া পরিচালকের দায়িত্বে ছিলেন জিদান।
জিদান এক সাক্ষাৎকারে বলেন, ‘কাছের মানুষদের অনুপ্রেরণায় কোচ হবার ইচ্ছা জেগেছে। তবে, ২০০৬ বিশ্বকাপের আগে আমার মধ্যে এ ধরণের কোনো ইচ্ছাই ছিল না। ফুটবল থেকে অবসর নেওয়ার পর ফুটবল সংক্রান্ত বিভিন্ন ধরণের অভিজ্ঞতা নিয়েছি। ঐ সময়টাতে ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করতে পারি নাই। এক পর্যায়ে বুঝতে পারি যে আমি কোচই হতে যাচ্ছি। ’
উল্লেখ্য, অনেকেই বলছেন একটা সময় আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন ৪২ বছর বয়সী জিদান। তবে, জিদান বলছেন অন্য কথা। তিনি জানান, ভবিষ্যতে রিয়ালের প্রধান কোচ হওয়ার কোনো চিন্তাই তার মধ্যে নেই।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫