ঢাকা: এই মৌসুমেই অ্যাটলেটিকো মিনেইরো থেকে দু’বছরের চুক্তিতে ম্যাক্সিকান ক্লাব কুয়েরেতারোতে যোগ দেন রোনালদিনহো। তবে, এই ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন।
কাবুস্ক্রোবের প্রেসিডেন্ট বেনেডিক্ট কানগাম্বা বলেছেন, ‘মেক্সিকান লিগের এই মৌসুম শেষ হলেই রোনালদিনহো আমাদের ক্লাবে যোগ দিবেন। তার সঙ্গে কথাবার্তা চলছে। আমরা অনেকটাই নিশ্চিত যে আসছে জুনেই তাকে দলে ভেড়াতে পারব। ’
তিনি আরো বলেন, ‘অনেকেই হয়তো বলতে পারেন আমরা ৩৪ বছর বয়সী রোনালদিনহোকে কেন বেছে নিলাম। কারণ, তিনি একজন বিশ্বমানের ফুটবলার। তার মতো অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার খুব কমই আছে। আমি সব সময় সেরা ফুটবলাদের দলে আনতে আগ্রহী। অতীতেও অনেক সেরা মানের ফুটবলার আমাদের দলের হয়ে খেলেছে। ’
উল্লেখ্য, রোনালদিনহোর ব্রাজিলিয়ান সতীর্থ রিভালদো ২০১২ সালে কাবুস্ক্রোবে যোগ দিয়েছিলেন। তবে কি রিভালদোর পদাঙ্ক অনুসরণ করে রোনালদিনহোও এই ক্লাবে যোগ দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫