ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাপ্পার গানে ‍শুরু বিসিবি কনসার্ট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বাপ্পার গানে ‍শুরু বিসিবি কনসার্ট ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বিশ্বকাপের বাকি আর মাত্র একদিন। শুক্রবার রাত পেরোলেই পুরো বিশ্ব কেঁপে উঠবে বিশ্বকাপ জ্বরে।

বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ১৫ সেনানি রয়েছে অস্ট্রেলিয়ায়। দূর দেশে অবস্থান করা ক্রিকেটারদের সাহস যোগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে বিসিবি কনসার্ট-২০১৫ এর।

শুক্রবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাপ্পা মজুমদারের গান দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কনসার্ট অনুষ্ঠানটি।
শুরুর দিকে তেমন দর্শকের উপস্থিতি না দেখা গেলেও সময় বাড়ার সাথে সাথে দর্শকের ঢল নেমেছে স্টেডিয়ামে। বাঙ্গালি জাতির ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসার পরিধি কতটা তা আজ  স্টেডিয়ামভর্তি দর্শকদের উন্মাদনা দেখে সহজেই অনুমেয়।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘এগিয়ে চলো বাংলাদেশ’ শিরোনামে কনসার্টে বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস ছাড়াও গান পরিবেশন করবেন এলআরবি,  মাইলস, ওয়ারফেজ ও মমতাজ।

দর্শকের সঙ্গে কনসার্টটি উপভোগ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, মিডিয়া ম্যানেজার জালাল ইউনুসসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।