ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবেগি ম্যাচ নির্মোহ দুই প্রতিপক্ষ

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
আবেগি ম্যাচ নির্মোহ দুই প্রতিপক্ষ

ঢাকা: কিছুদিন আগেই  সাত ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে ৫-২ ব্যবধানে দাপটের সঙ্গে হারিয়েছে বিশ্বকাপের সহ আয়োজক নিউজিল্যান্ড।   বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠবে এই দুই প্রতিপক্ষের ম্যাচ দিয়ে।

বিশ্বকাপের উদ্বোধনী খেলা সবদলের জন্যেই বিশেষ কিছু। সে বিবেচনায়  বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্যে নিউজিল্যান্ডকে তাই ফেভারিট তকমাটা দিয়েই দেওয়া যাচ্ছে না, হিসেবের মধ্যে আছে লঙ্কানরাও।
 
ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচটা শুরু হবে।   তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের রেকর্ডের দিকে তাকালে  আত্মবিশ্বাসী ব্ল্যাক ক্যাপসদের আত্মবিশ্বাসের পালে আরেকটু বেশি হাওয়া লাগবে। ১৯৯২ বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল কিউইরা। ১৯৯৬ সালেও প্রথম ম্যাচে জয় পেয়েছিল তাসমান সাগর তীরের দেশটি। সে আসরে আহমেদাবাদে ইংল্যান্ডকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
 
তবে  ক্রিকেটীয় বাস্তবতা বিবেচনায় নিলে  স্বাগতিকদের এগিয়ে রাখতেই হয়। চেনা কন্ডিশনে কিউইরা যেকোন  এশিয়ান দলের জন্যে কঠিন প্রতিপক্ষ।   বিশ্বকাপে লংকানদের শুরুটাও ভালো হয়নি। প্রস্ততি ম্যাচে পুঁচকে জিম্বাবুয়ের কাছে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে মানসিকভাবেই বিধ্বস্ত  এশিয়ান জায়ান্টরা।
 
চাপ জয়ের মন্ত্র নিয়ে ম্যাককালাম
নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশনের বড় ভরসা অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। নিজের স্নায়ুকে নিয়ন্ত্রণ করার কায়দাও নিশ্চয় জানেন এই কিউই। কিন্তু বিশ্বকাপ ম্যাচ বলে কথা তাই তার উপরও প্রত্যাশাও বেশি থাকছে।   ম্যাককালাম এবং তার দল এই প্রত্যাশার চাপ কিভাবে সামলাবে তাই এখন কৌতুহলের বিষয়।
 
এ কোন সুখের সময় নয়
অন্যদিকে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিচ্ছেন।   উপর চাপটা একটু বেশিই। কারণ শেষ ১৮ ম্যাচে তার দল হেরেছে ১১ টি ম্যাচে। কিছু বুঝে উঠার আগেই বিশ্বকাপ কড়া নাড়ছে দরজায়। ম্যাথুজ বলতেই পারেন এ কোন সুখের সময় নয়।
 
ফুরফুরে ভাব কিউই অন্দরমহলে
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। দলে কোন ইনজুরি সমস্যা নেই। কিউই টপ অর্ডার ব্যাটসম্যানেরা রয়েছে ফর্মে অন্যদিকে নিজ কন্ডিশনে কিউই দলের পেসাররা অপ্রতিরোধ্য।
 
লঙ্কানদের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা
দক্ষিণ এশিয়ার সবচেয়ে পেশাদার দল হলো শ্রীলঙ্কা। আবেগ সরিয়ে নির্মোহভাবে  নিজের পারর্ফম্যান্সটা ধরে রেখে প্রতিপক্ষের জন্যে দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান লঙ্কান ক্রিকেটাররা।

বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে নেই আলাদা কোন স্নায়ুচাপ।  
 
মাইলফলকের সামনে দাঁড়িয়ে কুমারা সাঙ্গাকারা
বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে কুমারা সাঙ্গাকারা।   ১৩, ৬৯৩ রান নিয়ে রিকি পন্টিংয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এই বাহাতি ব্যাটসম্যান। আর ১২ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন সাবেক এই অজি অধিনায়কে।   সর্বকালের সর্বোচ্চ স্কোরার হিসেবে শচীন টেন্ডুলকরের পরেই হবে সাঙ্গাকারার স্থান।
 
বিশ্বকাপে জয়ের পাল্লা ভারী লঙ্কানদের
১৯৯২ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছিল মার্টিন ক্রোর নিউজিল্যান্ড। এরপর বাকি পাঁচ বিশ্বকাপেই শেষ হাসি হেসেছে লঙ্কানরা।
 
সম্ভাব্য একাদশ নিউজিল্যান্ড
ব্র্যান্ডন ম্যাককালাম(অধিনায়ক), মার্টিন গুপতিল, রস টেইলর, কেন উইলিয়ামসন, গ্র্যান্ট এলিয়ট, লুক রঞ্চি, কোরি এন্ডারসন, ড্যানিয়েল ভেট্টরি, টিম সাউদি, অ্যাডাম মিলনে এবং ট্রেন্ট বোল্ট
 
সম্ভাব্য একাদশ শ্রীলঙ্কা
অ্যাঞ্জেলা ম্যাথুজ(অধিনায়ক), তিলকারান্তে দিলশান, লাহিরু থিরামান্নে, কুমারা সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে,  দিমুথ করুনারন্তে,  দিনেশ চান্দিমান, জীবন মেন্ডিস, থিসেরারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, রঙ্গনা হেরাথ, লাসিথ মালিঙ্গা।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।