ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

বেসবলের রেজিষ্ট্রেশন শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বেসবলের রেজিষ্ট্রেশন শুরু

ঢাকা: বাংলাদেশের বেসবল খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন শুক্রবার থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী মার্চ মাস পর্যন্ত।

প্রথম দিনেই নিবন্ধন করেছে সিরাজগঞ্জ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এসকেএসপি, রানার্স ক্লাব ঢাকা, রেড ডেভিলস ও ডিসিসি টাইগার্স দলের ১৪ জন খেলোয়াড়গণ।

শুক্রবার থেকে বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের থেকে ফরম নেয়া শুরু হয়েছে। এসকেএসপির অধিনায়ক ইমরান হোসেন, রানার্স ক্লাবের অধিনায়ক মহসীন জয়, রেড ডেভিলসের অধিনায়ক তালহা বিন জুবায়ের, ২০১৪ সালের জাতীয় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় বেলাল হোসেন এদিন নিবন্ধন ফরম সংগ্রহ করেন।  

এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দেও নিবন্ধন একই সাথে চলবে। বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশনের অধীনস্থ জাতীয় ও ক্লাব সহ সকল পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে নিবন্ধন বাধ্যতামূলক। বেসবল-সফটবল এসোসিয়েশন প্রেস বিজ্ঞতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।