ঢাকা: গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১৪ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হচ্ছে শহীদ শেখ মনি স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। সকাল ১১টায় কাঁঠাল বাগানস্থ খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হতে যাওয়া অসরে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ ডেভেলপম্যান্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
ভারতের ১১, নেপালের ১০ এবং ভুটান ও থাইল্যান্ডের একজন করে দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নাম নিবন্ধন করেছেন। এ ছাড়া বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, আন্তর্জাতিক মহিলা মাস্টার, ফিদে মাস্টার রেটিং প্রাপ্ত খেলোয়াড়রাও এ আয়োজনে অংশগ্রহণ করেছন। ৬ দিনের আসরের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রাইজমানি হিসেবে থাকছে ১ লক্ষ ৭০ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার ফজলে নূর তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিদে এশিয়া ৩.২ অঞ্চলের প্রেসিডেন্ট এবং নেপাল চেস এসোসিয়েশন চেয়ারম্যান রাজেশ হারি জোশি, আন্তর্জাতিক মহিলা মাষ্টার রানী হামিদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী রানা।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫