ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর মাত্র ১ দিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
আর মাত্র ১ দিন

ঢাকা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য জার্সির ডিজাইনের আহবান করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃপক্ষ। এ ডিজাইন উন্মুক্ত ছিলো সর্বসাধারণের জন্য।

জার্সি ডিজাইন জমা দেয়ার তারিখ শেষ হয়ে যাচ্ছে রোববার ১৫ ফেব্রুয়ারী।

বাফুফে থেকে জানানো হয়েছে শনিবার পর্যন্ত প্রায় ৮০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন জাতীয় দলের জার্সি ডিজাইন প্রতিযোগীতায়। এখন পর্যন্ত প্রায় ১০০ টি ডিজাইন জমা দিয়েছেন। এর মধ্যে মধ্যে অনেক আকর্ষনীয় ডিজাইনও রয়েছে বলে জানা গেছে। শেষ দিনে আর যে সব ডিজাইন আসবে সেগুলো সহ সকল ডিজাইন যাচাই বাছাই করে চুড়ান্ত করা হবে জাতীয় দলের জার্সিটি।

আসন্ন এএফসি অনূর্ধ্ব-২৩ কাতার ২০১৬ কোয়ালিফায়ার্স ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশ জাতীয় দল মাঠে নামবে নির্বাচিত ডিজাইনের জার্সিটি গায়ে দিয়ে। এছাড়া ঐ জার্সিটি বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য বাজারে ছাড়বে বাফুফে।

এদিকে সেরা ডিজাইনারের জন্য আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা করেছে ফুটবল ফেডারেশন। সেরা ডিজাইনার পুরস্কার হিসেবে পাচ্ছেন দুই জনের ঢাকা-নেপাল-ঢাকা রিটার্ন এয়ার টিকেট। বর্তমান জাতীয় দলের যে কোন খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ। একটি ব্রাজুকা বল এবং বাফুফে সভাপতির সই করা সনদপত্র এবং আরো অনেক পুরস্কার ...

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।