ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ হল হ্যান্ডবল রেফারিজ ট্রের্নিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শেষ হল হ্যান্ডবল রেফারিজ ট্রের্নিং

ঢাকা: বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় ১২ হতে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হ্যান্ডবল রেফারিজ ট্রেনিং কোর্স ২০১৫-এর অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপি আয়োজিত কোর্সে দেশের বিভিন্ন জেলা এবং সংস্থা থেকে ৬০ জন প্রশিক্ষনার্থীগণ অংশগ্রহণ করছে।

আজ উক্ত কোর্সটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি ও ওরিয়েন্ট ফুড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহবুবুজ্জামান  উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি জনাব মাহফুজুর রহমান সিদ্দীকি।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব মোঃ নূরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব এস. এম. খালেকুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।