ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদো গোল না পেলেও রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
রোনালদো গোল না পেলেও রিয়ালের জয় সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দল দেপোরতিভো লা করুনাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।



প্রায় সাড়ে ৬৮ হাজার দর্শকের উপস্থিতিতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে খেলতে নামেন ইকার ক্যাসিয়াস, নাচো, ভারানে, মার্সেলো, টনি ক্রুস, ইসকো, গ্যারেথ বেল, করিম বেনজেমা আর ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই অতিথি হিসেবে খেলতে নামা দেপোরতিভোর গোলের সুযোগ এসেছিল। পরের মিনিটে আবারো অতিথিদের লিড নেওয়ার সুযোগ নষ্ট হয়। তবে, খেলার ২২ মিনিটে স্বাগতিকরাই প্রথম লিড নেয়। রিয়ালের হয়ে গোল করেন ইসকো। আরবেলোয়ার অ্যাসিস্টে বাঁদিক থেকে কোনাকুনি শট নিয়ে গোলটি করেন স্পেন তারকা।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে বিরতিতে যাওয়ার আগে ইসকোর একমাত্র গোলে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ।

বিরতি থেকে ফিরে ম্যাচে আরও কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করে আনচেলত্তির ছাত্ররা। তবে, খেলার ৭৩ মিনিটের মাথায় পর্তুগিজ তারকা রোনালদোর অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোলটি করেন ফ্রান্স তারকা বেনজেমা। ফলে, ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। আর এ ম্যাচে জয়ের পর রিয়াল পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। ২৩ ম্যাচ খেলে ১৯ জয়ের পাশাপাশি ৪টি ম্যাচ হেরেছে তারা। সর্বোচ্চ ৫৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে আনচেলত্তির ছাত্ররা। আর ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।