ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

নীলফামারীতে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৬, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
নীলফামারীতে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ শুরু

নীলফামারী: শেখ জামাল নিটল টাটা নীলফামারী জেলা ফুটবল লীগ শুরু হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী পৌরসভা মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) নীলফামারীর আয়োজনে লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএফএ’র সভাপতি আরিফ হোসেন মুন, সাধারণ সম্পাদক দিপক চক্রবর্তী ও লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম গোলাপ বক্তব্য দেন।

উদ্বোধনী খেলায় ফুটবল একাডেমি সৈয়দপুর ১-০ গোলে নীলফামারী সদরের গোড়গ্রাম ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম গোলাপ জানান, আটটি দল অংশগ্রহণ করছে শেখ কামাল নিটল টাটা জেলা ফুটবল লীগে। প্রতিদিন বিকেলে খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।