ঢাকা: মিডলসবার্গের বিপক্ষে জয় নিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা এ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায়।
আর্সেন ওয়েঙ্গার তার শুরুর একাদশে মাঠে পাঠান কাজোরলা, অ্যালেক্সিজ সানচেজ, মেসুত ওজিল, ওয়েলব্যাক আর জিরোর্ডের মতো তারকাদের। ৪-২-৩-১ ফরমেশনে খেলতে থাকা আর্সেনাল দুটি গোলের দেখা পায় ম্যাচের প্রথমার্ধেই।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করেন জিরোর্ড। কাজোরলার বাড়ানো বল পান কিয়েরন গিবস। আর গিবসের অ্যাসিস্টে নিজের ও দলের প্রথম গোলটি করেন স্বাগতিক দলের জিরোর্ড। এর দুই মিনিট পরেই আবারো গোল করেন জিরোর্ড। এবারে তাকে বলের যোগান দেন সানচেজ।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে লিড বাড়াতে পারেনি আর্সেনাল। আর ব্যবধান কমিয়ে ম্যাচে ফিরতেও ব্যর্থ হয় মিডলসবার্গ। ফলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় আর্সেনাল।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫