ঢাকা: আইভোরি কোস্টের তারকা ফুটবলার কোলো তোরে জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। আফ্রিকা কাপের শিরোপা ঘরে তোলার এক সপ্তাহ পরই তিনি এ ঘোষণা দিলেন।
লিভারপুলের হয়ে খেলা এ সেন্টারব্যাক দেশের জার্সি গায়ে না খেললেও ক্লাবের হয়ে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান বলে জানান। পরের মাসে ৩৪ বছরে পা রাখতে যাওয়া এ তারকা ফুটবলার আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন করতে এ আসরে অসাধারণ খেলেছেন।
তিনি জানান, গত ডিসেম্বরেই সিদ্ধান্ত নিয়েছিলেন আফ্রিকা কাপ দেশে ফিরিয়ে এনে তিনি জাতীয় দলকে বিদায় জানাবেন। আফ্রিকা কাপের ফাইনালে ৯-৮ গোলের পেনাল্টি শুটআউটে ঘানাকে হারায় আইভোরি কোস্ট।
নিজের অবসর সিদ্ধান্ত ঘোষণার সময় তোরে বলেন, জাতীয় দলকে বিদায় বলা আমার জন্য ভীষণ আবেগের। আমি স্বপ্ন দেখতাম আফ্রিকা কাপ অব নেশনের শিরোপা দেশে ফিরিয়ে নিয়ে আসবো। সেটি পূরণ হয়েছে। তাই কষ্ট হলেও এখন সময় এসেছে জাতীয় দলকে বিদায় জানানোর। দেশকে আমি যেমন ভালবাসি, ঠিক তেমনি ভালবাসি ফুটবলকে।
৩৩ বছর বয়সী তোরে ২০০০ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান। দীর্ঘ ১৫ বছরে তিনি দেশের জার্সি গায়ে খেলেছেন ১১৭ ম্যাচ। সাবেক ক্লাব আর্সেনালের হয়ে ২২৫টি, ম্যানচেস্টার সিটির হয়ে ৮২টি আর বর্তমান ক্লাব লিভারপুলের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন তোরে।
বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫