ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্কুল হকির ঢাকা ভেন্যুর খেলা ১৭ ফেব্রুয়ারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
স্কুল হকির ঢাকা ভেন্যুর খেলা ১৭ ফেব্রুয়ারি ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘শৈশব দুরন্ত হকিতে আনন্দ’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০১৫। সারা দেশ জুড়ে মোট ১১টি ভেন্যুতে ভাগ হয়ে চলছে এ টুর্নামেন্টটি।

১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা ভেন্যুর খেলা।

ঢাকাতে মোট ২১টি স্কুল অংশ নিচ্ছে ৬টি গ্রুপে ভাগ হয়ে। যা ১৭ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঢাকা জোনের সকল খেলাই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ইতোমধ্যেই ৭টি ভেন্যুর খেলা শেষ হয়েছে। মঙ্গলাবর থেকে ঢাকা ও ময়মনসিংহ জোনের খেলা শুরু হবে। এখনও শুরু হয়নি চট্টগ্রাম ভেন্যুর খেলা।
  
ঢাকা ভেন্যুর খেলা উদ্বোধন উপলক্ষে সোমবার দুপুরে গুলিস্তানে অবস্থিত হকি ফেডারেশনের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় স্কুল হকি কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফাস্ট সিকিউরিটি ব্যাংকের হেড অফ মার্কেটিং আজম খান, এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসক মোতাহার হাসান।

জাতীয় স্কুল হকি কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, 'ইতোমধ্যেই ৭টি ভেন্যুর খেলা শেষ হয়েছে। এখনও চলছে ফরিদপুরে খেলা। এর মধ্য থেকে ৬টি দল মূল পর্বে খেলবে। ২৫ ফেব্রুয়ারি বাছাই পর্বের খেলা শেষ হবে। আর মার্চের প্রথম সপ্তাহে মূল পর্বের খেলা শুরু হবে। '

তিনি আরও বলেন, 'এখন থেকে স্কুল হকির বাছাই খেলোয়াড়রা বিকেএসপিতে ভর্তির সুযোগ পাবে। এ বিষয়ে বিকেএসপির সাথে আনুষ্ঠানিক ভাবে কথা হয়েছে। আর বাছাইকৃত খেলোয়াড়দের বৃত্তি প্রদান করা হবে। এছাড়া তাদের হকি খেলার সরঞ্জামের ফুল সেট প্রদান করা হয়েছে, যার ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আর তাদের মনে যে ভয় ছিল তা অনেকটাই কেটে গেছে। '  

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফাস্ট সিকিউরিটি ব্যাংকের হেড অফ মার্কেটিং আজম খান বলেন, 'আমরা স্কুল হকি নিয়ে অনেক দূর যেতে চাই। গত স্কুল হকির ৪৬ খেলোয়াড়দের আমরা বৃত্তি প্রদান করেছি। এবারও এ ধারা অব্যাহত থাকবে। আমরা স্কুল হকির সাথে আছি, আর ভবিষ্যতেও থাকব। '  

এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসক মোতাহার হাসান বলেন, 'ক্রিকেটের পরে হকিতে একটি জাগরণ তৈরি হয়েছে। আমরা চাই হকির এই জাগরণকে কাজে লাগাতে। আর এ ক্ষেত্রে গণমাধ্যমকে পাশে চাই। '

মঙ্গলবার সকাল ৯টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ মুখোমুখি হবে জিনজিরা পিএম পাইলট স্কুল ও মতিঝিল সরকারী বয়েজ স্কুল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।