ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পর্দা উঠলো ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
পর্দা উঠলো ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫ সালের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ। জমকালো না হলেও বেশ ছোট পরিসরে উদ্বোধন হল এ টুর্নামেন্টের।

বিকেল ৪টার খানিক পরে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, সহ-সভাপতি তাবিথ আইয়াল ও সদস্য ইলিয়াস হোসেন উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ঢাকা মোহামেডান ও রহমতগঞ্জ এমএফ এস। ১২ দলের অংশগ্রহণে এ আসরে উদ্বোধনী দিনে পরের খেরায় মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি এবং ফেনী সকার ক্লাব।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।