ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড গেল টেনিস দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড গেল টেনিস দল সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ও এশিয়ান টেনিস ফেডারেশনের যৌথ উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প। থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত এশিয়ান টেনিস সেন্টারে এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহনের জন্য ৪ সদস্যের একটি জুনিয়র দল প্রেরণ করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।



ক্যাম্পটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের পক্ষ থেকে চার জন খেলোয়াড় ও দুই জন প্রশিক্ষক উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহন করবেন। খেলোয়াড়গণ হচ্ছেন: তাসফিক হোসেন (স্কলাস্টিকা স্কুল), জাকি মোরশেদ (গ্রেইস ইন্টারন্যাশনাল স্কুল), সাদিয়া আক্তার (ভিকারুননিসা নুন স্কুল) ও অদিতি সওদাগর (ভিকারুননিসা নুন স্কুল)। প্রশিক্ষক হিসাবে জনাব রাইসুল ইসলাম ও মহি উদ্দিন দলের সঙ্গে থাইল্যান্ড গমন করছেন।

এশিয়ান টেনিসের মান উন্নয়ণের লক্ষ্যে এশিয়ান টেনিস ফেডারেশনের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপের খেলোয়াড় অংশগ্রহন করবেন।

খেলোয়াড়দের ব্যাংককে স্থানীয় পরিবহন, থাকা-খাওয়া ও প্রশিক্ষণের যাবতীয় খরচ আইটিএফ ও এটিএফ যৌথভাবে বহন করবে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ দল ১ মার্চ দেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।