ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

মোহামেডানের শুভ সূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
মোহামেডানের শুভ সূচনা ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচেই জয় পেয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। তবে ম্যাচে বহু নাটকীয়তার পরে জয় পেয়েছে সাদা-কালো শিবির।

ম্যাচের শুরু থেকেই সমানে সমান খেলতে থাকে দুই দল।

তবে মৌসুমের উদ্বোধনী ম্যাচেই গোল করে মোহামেডানের মান বাঁচিয়েছে গিনির খেলোয়াড় ইসমাইল বাঙ্গুরা ও তৌহিদুল আলম সবুজ। ম্যাচে মোহামেডান ২-১ গোলে জয় পায় রহমতগঞ্জের বিপক্ষে।

প্রথমার্ধের ১১ মিনিটে ইসমাইল বাঙ্গুরা অ্যাসিস্ট থেকে গোল করেন মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। এরপর বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে রহমতগঞ্জ। এমনকি গোলরক্ষককে একা পেয়েও রহমতগঞ্জ খুঁজে পায়নি জালের ঠিকানা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে মোহামেডান।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমতায় ফেরে রহমতগঞ্জ। রহমতগঞ্জের ডালিমের কর্ণার থেকে গোল তুলে নেয় ফরোয়ার্ড নুরুল আফসার।

৬৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারতো মোহামেডানের। সাদা-কালোদের তৌহিদুল আলম সবুজের ক্রস গিয়ে পড়ে ডি বক্সের মধ্যে। কিন্তু ডি বক্সের মধ্যে থাকা মোডামেডানের একাধিক খেলোয়াড় সুযোগটি লুফে নিতে ব্যর্থ হয়।

তবে ৮৮ মিনিটে ইসমাইল বঙ্গুরার গোলে ২-১ তে এগিয়ে যায় মোহামেডান। সেই সাথে নিশ্চিত হয়ে যায় জায়ান্ট কিলার রহমতগঞ্জের পরাজয়ও।

তবে অন্তিম মুহূর্তে ফাঁকা পোস্ট পেয়েও গোল করেত ব্যর্থ হয় মোহামেডানের তৌহিদুল আলম সবুজ। না হলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো মোহামেডান। নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।