ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শহীদ শেখ মনি মেমোরিয়াল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে।
২৭ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে সকাল হতে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া অভিক সরকারকে, শাকিল নেপালের হিমাল লামাকে, ইমন খন্দকার নজরে মাওলাকে, দেবরাজ শাহনাজ মোঃ ফারুককে, পরাগ মতিউর রহমান মামুনকে, সাইফুল নাসিম হোসেন ভূঁইয়াকে, উতেন আমির হোসেনকে, শফিক বদরুল আলমকে, সাইফ মুকিতুল ইসলাম রিপনকে, মোস্তফা আব্দুল রউফকে, সোহেল আমেরিকার স্কট ইলয়টকে, এজাজ তৌসিফুজ্জামানকে পরাজিত করেন।
এছাড়া অপু মোহাম্মদ এনায়েত হোসেনকে, রেজা মিজানুর রহমানকে, আনিস মোহাম্মদ সিরাজুল কবীরকে, সিদ্দীক জাকারিয়াকে, দেলোয়ার শওকত বিন ওসমানকে, জাফরুল আবু ফয়েজ মোঃ নাইমকে, ফাহাদ শামসুল কবীর চৌধুরীকে, বিবেক শামসুল আলমকে, জাবের এস,এম, স্মরনকে, রানী হামিদ ভারতের সায়ন্তন দাসকে. সাচ্চু কাজী ইকবাল হোসেনকে এবং বেলাল পরান তোস কুমার মন্ডলকে পরাজিত করেন।
তবে, অনতা আমিনুল ইসলামের বিরুদ্ধে, রূপেস মোকাদ্দেসুর রহমান সোহানের বিরুদ্ধে ও মোমিন সালমান মুন্সির বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫