ঢাকা: এশিয়াতে এখনও তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি রাগবি। কিন্তু মার্কিন মুলুকে ফুটবল-ক্রিকেটের থেকেও বেশি জনপ্রিয় এ রাগবি খেলা।
বাংলাদেশে রাগবির পথচলা বেশি দিনের নয়। তবে এর মধ্যেই বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করে আলোচনায় রাগবি।
সোমবার ছিল বাংলাদেশে রাগবি খেলার জন্মদিন। দিনটি বেশ ঘটা করে, কেক কেটেই পালন করল বাংলাদেশ রাগবি ইউনিয়ন।
আনুষ্ঠানিক ভাবে এদেশে রাগবি খেলার যাত্রা শুরু করে ২০০৭ সালের ১৬ ফেব্রুয়ারি। দেখতে দেখতে নয় বছরে পা দিল রাগবি খেলা। সোমবার পড়ন্ত বিকেলে পল্টন হ্যান্ডবল স্টেডিয়াম মাঠে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করেন আগত অতিথিবৃন্দ ও ফেডারেশনের কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, রাগবি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিকবৃন্দরা।
রাগবির জন্মদিন পালন উপলক্ষে সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, 'আমরা প্রথমবারের মতো রাগবির জন্ম দিন পালন করলাম। খুব ভালো লাগছে। বাংলাদেশে সেই ২০০৭ সালের এই দিনে শুরু করেছিলাম রাগবি। দেখতে দেখতে বাংলাদেশে নয় বছরে পা দিলো খেলাটি। এরই মধ্যে সবার সহযোগিতায় অনেক সফলতার মুখ দেখেছে রাগবি। '
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫