ঢাকা: ফেডারেশন কাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয় ফেনী সকার ক্লাব। ম্যাচে শেখ জামালের সামনে ঠিক যেন দাঁড়াতেই পারেনি ফেনীর প্রতিনিধিত্বকারীরা।
ম্যাচের প্রথম ৩০ মিনিটে বেশ গুছিয়ে খেলেছে ফেনী সকার। মাঝে মধ্যেই তারা হামলা করেছে শেখ জামালের শিবিরে। তবে ৩৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে গোল করেন মামুনুল ইসলাম। ফলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি।
প্রথমার্ধের শেষ মিনিটে আরো একবার সকারের জালে বল পাঠায় ধানমন্ডি পাড়ার দলটি। ল্যান্ডিং ডার্বোয়ের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড ডালিংটন। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মারুফুল হকের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে শুরুতে খানিকটা গুছিয়ে আক্রমণে যায় ফেনী সকার। ফলাফল হিসেবে ব্যবধান কমায় ফেনী সকার ক্লাব। ৬২ মিনিটে জামালের বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন ফেনী সকারের সোহেল মিয়া (২-১)।
তবে ৭৩ মিনিটে ফেনী সকারের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জামালের আরো এক গোল আদায় করে নেন শাখাওয়াত হোসেন রনি (৩-১)।
৮২ মিনিটে জামালের ল্যান্ডিং ডার্বোয়ের গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১। রেফারির শেষ বাঁশি বাজার সাথে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলটি।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫