ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

নীল টার্ফে শুরু হল ঢাকা ভেন্যুর খেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
নীল টার্ফে শুরু হল ঢাকা ভেন্যুর খেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘শৈশব দুরন্ত হকিতে আনন্দ’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী চলছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০১৫। দেশ জুড়ে মোট ১১টি ভেন্যুতে ভাগ হয়ে চলছে এ টুর্নামেন্টটি।



মঙ্গলবার নব স্থাপিত নীল টার্ফে শুরু হয়েছে ঢাকা ভেন্যুর খেলা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৩.৩০ মিনিটে বেলুন উড়িয়ে বাছাইপর্বের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মো: ওয়াসেক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা লি: এর উপদেষ্টা প্রশাসন কর্ণেল (অব:) মীর মোতাহার হাসান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এন্ড ডেভলপমেন্ট জনাব আযম খান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব খাজা রহমতউল্লাহ, জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক জনাব আ.ন.ম. মামুন উর রশিদ ও যুগ্ম সম্পাদক জনাব জাফরুল আহসান বাবুল সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ঢাকা ভেন্যুতে মোট ২১টি স্কুল অংশ নিচ্ছে ৬টি গ্রুপে ভাগ হয়ে। যা ১৭ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঢাকা জোনের সকল খেলাই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। ইতোমধ্যেই ৭টি ভেন্যুর খেলা শেষ হয়েছে। মঙ্গলবার থেকে ঢাকা ও ময়মনসিংহ জোনের খেলা শুরু হলো। এখনও শুরু হয়নি চট্টগ্রাম ভেন্যুর খেলা।

৭টি ভেন্যুর খেলা শেষ হলেও এখনও চলছে ফরিদপুরের খেলা। এর মধ্য থেকে ৬টি দল মূল পর্বে খেলবে। ২৫ ফেব্রুয়ারি বাছাই পর্বের খেলা শেষ হবে। আর মার্চের প্রথম সপ্তাহে স্কুল হকির মূল পর্বের খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।