ঢাকা: ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেন আবাহনীর জাবালস সর্বা।
ম্যাচের শুরুতে তেমন কোন উল্লেখযোগ্য আক্রমণে করতে পারেনি কোর্টানের শিষ্যরা। প্রথমার্ধের বিরতির ১০ মিনিট আগে এগিয়ে যেতে পারতো আকাশী-নীলরা। কিন্তু মিডফিল্ডার শাহেদুল আলম শাহেদ গোলপোষ্ট লক্ষ্য করে শট নিলেও লক্ষভ্রস্ট হয়।
৪৪ মিনিটে আবাহনীর গোলের আরেকটি সুযোগ নষ্ট করে দেন ফরাশগঞ্জের গোলরক্ষক রাফি রহমান। হাঙ্গেরীয়ান ফরোয়ার্ড জাবালস সর্বার শটটি জাপিয়ে পড়ে রুখে দিয়ে এ যাত্রা দলকে রক্ষা করেন এই গোলরক্ষক। প্রথমার্ধ শেষ সময়ে ইনজুরি টাইমে ঠিকই নিজেদের এগিয়ে নেয় আবাহনী লি:। ফরোয়ার্ড আবুল বাতেন কোমলের পাস থেকে বল পেয়ে সুযোগ কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি জাবালস সর্বা। তার জোরালো শট জরিয়ে যায় ফরাশগঞ্জের জালে (১-০)।
দ্বিতীয়ার্ধে শুরতেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ফরাশগঞ্জ। আবাহনীর একের পর এক আক্রমণ আটকে দিয়েছেন ফরাশগঞ্জের রক্ষণভাগ। তবে ৬৮ মিনিটে ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবের শটটি নিশ্চিত গোল হতে পারতো। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারদের দৃঢ়তায় এবারো দ্বিতীয় গোল না পাওয়ার আক্ষেপটা থেকেই যাবে ঢাকা আবাহনীর।
নির্ধারিত ৯০ মিনিটে আর কোন গোল হয়নি। তবে ইনজুরি টাইমে ইমন বাবুর কাছ থেকে বল পেয়ে ডান পায়ের দর্শনীয় শটে ফরাশগঞ্জের জাল কাঁপান জাবালস সর্বা (২-০)। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জর্জ কোর্টানের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫