ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে শহীদ শেখ মনি মেমোরিয়াল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৫ জন খেলোয়াড় পূর্ণ চার পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
শীর্ষে রয়েছেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও উতেন এবং মৌলভীবাজারের জাবের আল হামিদ।
সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, লিওনাইনের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, নেপালের রূপেস জয়সয়াল, চে কিউয়ের এজাজ হোসেন ও মোঃ আমিনুল ইসলাম।
খেলাগুলো মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে সকাল হতে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত।
চতুর্থ রাউন্ডের খেলায় শাকিল গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ইমন ফিদে মাস্টার রেজাউল হককে, পরাগ নেপালের থং বিবেককে, উতেন জাফরুল ইসলাম, জাবের আব্দুল্লাহ আল-সাইফকে, জিয়া ভারতের তমাল চক্রবর্তীকে, এজাজ দেওয়ান শহিদুল আমিন টিপুকে, ররূপেস মোহাম্মদ মানিককে ও আমিন জামাল উদ্দিনকে পরাজিত করেন। দেবরাজ সোহেলের সাথে ড্র করেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০১৫