ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

টাইগারদের সাফল্য কামনায় মোটর শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
টাইগারদের সাফল্য কামনায় মোটর শোভাযাত্রা

ময়মনসিংহ: বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসরে বাংলাদেশের সাফল্য কামনায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ময়মনসিংহের ভালুকা বয়েজ ক্লাব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মাথায় বয়েজ ক্লাবের ব্যান্ড বেঁধে বিশাল শোভাযাত্রাটি ক্লাবের সামনে থেকে বের হয়ে ভালুকা পৌর সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে ফের ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।



এসময় সবার হাতে ছিলো জাতীয় পতাকা।

বয়েজ ক্লাবের সভাপতি ফুটবলার শামীউল হক শামীম ও সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ সবুজের নেতৃত্বে পরিচালিত মোটর শোভাযাত্রায় অংশ নেন ক্লাবের উপদেষ্টা শেখ আল হাদী, প্রতিষ্ঠাতা সদস্য মজিবর রহমান মজু, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রুবেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।