ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

গুরুতর অসুস্থ মো: ইয়াহিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
গুরুতর অসুস্থ মো: ইয়াহিয়া মোহাম্মদ ইয়াহিয়া

ঢাকা: ক্রীড়াঙ্গনের সবার প্রিয় মুখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও সাবেক তারকা এ্যাথলেট মোহাম্মদ ইয়াহিয়া গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি প্রফেসর ডা. লুৎফা রহমানের তত্বাবধানে রয়েছেন।

বুধবার সকাল ১০টায় তাঁর বাইপাস সার্জারি করা হবে।

সাবেক এই এ্যাথলেটের পরিবারের পক্ষ থেকে ইয়াহিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। তিনি ১৯৯৩ সাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, কমলাপুর স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দক্ষতা, আন্তরিকতা ও সততার সঙ্গে প্রশাসকের দায়িত্ব পালন করে আসছেন।

যার স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ প্রশাসক’ হিসেবে ২০১৩ সালে সাপ্তাহিক কাগজ কলম এ্যাওয়ার্ড লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।