ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

পিএসজি’র সঙ্গে পয়েন্ট ভাগ করলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
পিএসজি’র সঙ্গে পয়েন্ট ভাগ করলো চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিল চেলসি। তবে পিএসজি’র ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গোল করায় অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে মাঠ ছাড়ল হোসে মরিনহোর শিষ্যরা।



এদিন অবশ্য খেলার প্রথমে লিড নেয় ইংলিশ লিগের শীর্ষ দলটি। খেলার ৩৬ মিনিটে গ্যারি কাহিলের করা শটে হেডের মাধ্যমে ব্লুজ সমর্থকদের আনন্দ দেন ব্রানিস্লাভ ইভানোভিচ। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে খেলার ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। পরে খেলার ৫৪ মিনিটে ব্লাইস মাতুইদির অসাধারণ শট থেকে হেডের মাধ্যমে গোল করেন এডিসন কাভানি। সেই সঙ্গে সমতা আনে লরা ব্লার শিষ্যরা।

পরে পিএসজি খেলায় আরো কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।