ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বায়ার্নকে রুখে দিল শাখতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বায়ার্নকে রুখে দিল শাখতার ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে রুখে দিল শাখতার দানেস্ক। শাখতারের ঘরের মাঠ এল’ভিভ ‍অ্যারিনায় গোলশুন্য ড্র করে দু’দল।

আর এ ম্যাচে খেলার ৬৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বায়ার্নের ডিফেন্ডার জাভি আলোনসো।

এদিন নিজের ১০০তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলতে নামে সাবেক রিয়াল তারকা আলোনসো। খেলার ২৪ ও ৬৫ মিনিটে দু’বার ফাউল করলে রেফারি কতৃক লাল কার্ড দেখেন তিনি। সেই সঙ্গে দশজনের দলে পরিনত হয় বাভারিয়ানরা।

এর আগে বায়ার্ন তাদের সর্বশেষ ম্যাচে হামবার্গকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল। তাই এ ম্যাচে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল পেপ গার্দিওয়ালার শিষ্যরা। তবে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয় সফরকারিদের।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।