ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

রাজশাহীতে কামারুজ্জামান-নিটল গ্রুপ গোল্ডকাপ ফুটবল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
রাজশাহীতে কামারুজ্জামান-নিটল গ্রুপ গোল্ডকাপ ফুটবল

রাজশাহী: রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শহীদ এএইচএম কামারুজ্জামান নিলয় নিটল গ্রুপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।



দেশের আটটি ও বিদেশি দু’টি দলের সমন্বয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি লিয়াকত আলী বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলানিউজকে টুর্নামেন্ট আয়োজনের এ তথ্য নিশ্চিত করেন।

গঠিত কমিটি বাফুফেসহ বিভিন্ন বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত দিলে টুর্নামেন্ট আয়োজনে শক্তিশালী সাংগঠনিক কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।