ঢাকা: কোরিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করবে।
আগামী ৩-১৪ জুলাই কোরিয়ার গুয়ানজু শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন।
পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালকগণ (খেলাধুলা) সভায় অংশ নেন।
এসময় অন্যান্যের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মো. শাদাত উল্লা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নোমান উর রশীদ উপস্থিত ছিলেন।
সভায় দেশে বিরাজমান সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের ঘটনায় নিন্দা জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫