ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত মোহামেডানের!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
কোয়ার্টার ফাইনাল নিশ্চিত মোহামেডানের!

ঢাকা: বুধবার চলমান ‘ফেডারেশন কাপ’এ ‘ডি’ গ্রুপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত এ খেলায় প্রথমার্ধে গোল করেন রহমতগঞ্জের সুমন দে আর শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করেন ব্রাদার্সের অগাস্টিন ওয়ালসন।

ফলে ম্যাচটি ড্রয়ের দিকে গড়ায়। তবে মজার বিষয় এই ড্র'তে লাভ হয়েছে গ্রুপের অপর দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের।

মোহামেডান তাদের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে হারিয়েছিল ২-১ গোলে। ১ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩, ব্রাদার্সের পয়েন্ট ১। পক্ষান্তরে রহমতগঞ্জের ২
ম্যাচে সংগ্রহ ১ পয়েন্ট। ফলে সাদা-কালো জার্সিধারী মোহামেডান পৌঁছে গেছে ফেডারেশন কাপ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।

তবে শেষ ম্যাচে যদি মোহামেডান ব্রাদার্সকে বড় ব্যবধানে হারায়, তাহলেই রহমতগঞ্জের কপাল খুলবে শেষ আটে নাম লেখানোর। আর ব্রাদার্সের শেষ আটে যেতে হলে তাদের চাই কমপক্ষে ড্র।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।