ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখলো ফেনী সকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখলো ফেনী সকার ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথম ম্যাচে শেখ জামালের কাছে ৪-১ গোলে পরাজয়ের মধ্য দিয়েই ফেডারেশন কাপে যাত্রা শুরু হয় ফেনী সকারের। আর টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার দলটি মুখোমুখি হয় টিম বিজেএমসির।

তবে এ ম্যাচে ভাগ্যদেবী সহায় ছিল দলটির। তিনটি সফল আক্রমণ থেকে ৩-০ গোলের জয় তুলে নেয় ওমর কে সিসের শিষ্যরা।

এ জয়ের ফলে 'এ' গ্রুপের পরবর্তী ম্যাচে শেখ জামালের কাছে বিজেএমসি পরাজিত হলেই শেষ আটে  উঠে যাবে ফেনী সকার।  

প্রথমার্ধে ম্যাচ জুড়ে দু'দলই বিচ্ছিন্ন ভাবে খেলতে থাকে। ফলে প্রথমার্ধের নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। তবে মাঝে মধ্যেই যে দুই একটি আক্রমণ যা দেখা গেছে, তা শেষ পর্যন্ত খুঁজে পায়নি জালের ঠিকানা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫০ মিনিট) এগিয়ে যায় ফেনী সকার। বিজেএমসির রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলে ডি বক্সের মধ্যে বল পেয়ে যায় ফেনীর সকারের ফরোয়ার্ড সোহেল মিয়া। সময়ক্ষেপণ না করেই বিজেএমসির গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন সোহেল। ফলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি।

৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফেনীর মমডু লামিন জাত্যা। ইকবাল হোসেন ভূইয়ার স্কয়ার পাসকে কাজে লাগিয়ে গোল করেন লামিন(২-০)।

আর ইনজুরি টাইমে বিজেএমসির কফিনে শেষ পেরেক ঠুঁকেন ফেনীর ইকবাল হোসেন ভূঁইয়া। আলি হোসেনের কাছ থেকে বল পেয়ে যায় ইকবাল,  জটলা থেকে গোল তুলে নিতে কোন ভূল করেনি দ্বিতীয় গোলের নেপথ্যের কারিগর।   

আগামীকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হবে উত্তর বারিধারা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।