ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

শেখ মনি দাবায় জিয়া-শাকিল-ইমন শীর্ষে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
শেখ মনি দাবায় জিয়া-শাকিল-ইমন শীর্ষে

ঢাকা: গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শহীদ শেখ মনি মেমোরিয়াল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৩ দাবাড়ু সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

এরা হলেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের তিন দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন।



বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত খেলায় জিয়া উতেনকে, দেবরাজ রিপনকে, শফিক জাবেরকে, হিমেল সাইফকে, বিবেক মোমিনকে, সোহান সোহেলকে হারান। শাকিল ইমনের সঙ্গে ও পরাগ রূপেশের সঙ্গে ড্র করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।