ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট শালকে।

শেষ ষোলোর প্রথম পর্বের এ ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ ফেভারিটরা। ২-০ গোলে রিয়াল হারায় শালকেকে।

ম্যাচের শুরুর একাদশে রিয়ালের হয়ে খেলেন ইকার ক্যাসিয়াস, কারভাজাল, রাফায়েল ভারানে, পেপে, মার্সেলো, লুকাস সিলভা, টনি ক্রুশ, ইসকো, গ্যারেথ বেল, করিম বেনজেমা এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

খেলার ২৬ মিনিটেই লিড নেয় রিয়াল। দলের পর্তুগিজ তারকা রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে তুলে মারা কারভাজালের বলে দারুণ হেড করে শালকের জালে বল জড়িয়ে দেন রোনালদো। ফলে, ১-০ গোলের লিড নেয় আনচেলত্তির ছাত্ররা।

৩৫ মিনিটের মাথায় রোনালদোর নেওয়া জোড়ালো ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন শালকের গোলরক্ষক ওয়েলেনর্দার। তবে, প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর খেলায় গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে শালকে। জার্মানের এ দলটি বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচের ৭২ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন রিয়ালের তারকা ইসকো। মালাগার সাবেক এ তারকার নেওয়া শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়।

এর দুই মিনিট পরেই গোলের সবথেকে সহজ সুযোগ নষ্ট হয় জার্মান দলটির। শালকের প্লাতের একটি শট রিয়াল গোলরক্ষক ক্যাসিয়াসের মাথার উপর দিয়ে সরাসরি গিয়ে গোলবারে লাগে। ফিরতি বলে উচিডার শটটি কোনো মতে নিয়ন্ত্রণ করেন ক্যাসিয়াস।

ম্যাচের ৭৯ মিনিটে গোল করেন ব্রাজিল তারকা মার্সেলো। রিয়ালের হয়ে মাঠ দাপিয়ে বেরানো ব্রাজিল এ তারকার গোলে ব্যবধান দ্বিগুন করে স্প্যানিশ ফেভারিটরা। রোনালদোর দারুণ এক পাস থেকে বল পান মার্সেলো। আর তা থেকে নিজেই গোলবারে ডি-বক্সের কিছুটা বাইরে থেকে কোনাকুনি শট নিয়ে গোল করেন মার্সেলো। ফলে, ২-০তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০তে এগিয়ে থেকেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।