ঢাকা: চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সেলোনা। সিটিজেনদের মাঠে প্রথম লেগে ২-১ এ জিতলেও দলের তারকা স্ট্রাইকার নেইমার ছিলেন নিষ্প্রভ।
ম্যাচের ৮০ মিনিটের সময় নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন পেদ্রো রদ্রিগেজ। মাঠ ছাড়ার সময় সামনের সারিতে থাকা কয়েকজন ম্যানসিটি সমর্থকের সঙ্গে কিছুটা বাগবিতন্ডায় জড়ান নেইমার। ম্যাচ শেষে তা আরো তীব্র আকার ধারণ করে।
রেফারি শেষ বাশি বাজানোর পর ইয়া ইয়া তোরের জার্সি পরিহিত ম্যানসিটি সমর্থকের সঙ্গে কিছুক্ষণ তর্ক চালিয়ে যান নেইমার। তরুণ ঐ সমর্থক পর্তুগিজ ভাষায় বাক্য বিনিময় করেন। মূলত, ম্যাচ চলাকালীন অযথা ‘ডাইভ’ দেওয়াকে কেন্দ্র করে নেইমারের ওপর ক্ষিপ্ত হয় ঐ সমর্থক। তার বাক্য বিনিময়েই তা স্পষ্ট হয়।
তবে, নেইমারের সঙ্গে ঐ সমর্থকের মুখোমুখি অবস্থান সহিংসতায় রুপ নেওয়ার আগেই সতীর্থরা এসে নেইমারকে সরিয়ে নেয়। উল্লেখ্য, বার্সার হয়ে দু’টি গোলই করেন লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে ম্যানসিটির হয়ে একমাত্র গোলটি করেন সার্জিও আগুয়েরো। ম্যাচের শেষ মুহূর্তে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি শট রুখে দেন গোলরক্ষক জো হার্ট।
ভিডিও:
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫