ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পর্দা নামলো ঢাকা ভেন্যুর প্রথম রাউন্ডের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
পর্দা নামলো ঢাকা ভেন্যুর প্রথম রাউন্ডের ছবি: সংগৃহীত

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় ঢাকা ভেন্যুর প্রথম পর্বের খেলা বুধবার শেষ হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নারায়ণগঞ্জ হরিহর পাড়া স্কুল ৪-০ গোলে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়কে, হারিনাল হাইস্কুল ৫-০ গোলে দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়কে, নবাব হাবিবুল্লা হাইস্কুল ১-০ গোলে শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে, বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ ৬-০ গোলে নারায়নগঞ্জ হাইস্কুলকে পরাজিত করে।



ঢাকা ভেন্যুর বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ দলগুলো হলো: গ্রুপ ‘ক’ থেকে জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়, গ্রুপ ‘খ’ থেকে ফতুল্লা পাইলট স্কুল নারায়ণগঞ্জ, গ্রুপ ‘গ’ থেকে আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এ্যান্ড কলেজ, গ্রুপ ‘ঘ’ থেকে নবাব হাবিবউল্লাহ স্কুল, গ্রুপ ‘ঙ’ থেকে বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ, গ্রুপ ‘চ’ থেকে আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বের খেলা আগামী ৭ মার্চ থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে।

বুধবার প্রথম রাউন্ডের শেষ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এ্যান্ড ডেভলপমেন্ট আজম খান, এটিএন বাংলা লিমিটেডের উপদেষ্টা (প্রশাসন) কর্নেল (অব:) মীর মোতাহার হাসান, বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব খাজা রহমতউল্লাহ, জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক আনম মামুন উর রশিদ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।